গাজীপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় একই পরিবারের৬জন আহত, আটক-১

গ্রাম বাংলা জাতীয়

gazipur-

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস : মাদক ব্যবসা সহ বিভিন্ন অবৈধ কাজে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা প্রতিবাদকারীর বাড়িতে হামলা করে একই পরিবারের ৬জনকে গুরুতর জখম করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ জাহিদুল ইসলাম(১৮) নামে একজনকে আটক করেছে।

এর মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার বিকালে জুলেখা বেগম(৫৫) নামে এক নারীকে গাজীপুর সদর হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকী ৫জন গাজীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। প্রত্যেকের বাড়ি গাজীপুর মহানগরের কাশিমপুর সূরাবাড়ি গ্রামে।

গাজীপুর সদর হাসপাতালে ভর্তি ৫ জন হলেন, আহাম্মদ আলী(৩৫), মফিজ উদ্দিন(৬৫), আশিক(১৭), রতন মিয়া(১৫), হাজেরা খাতুন(৫০)।

 

গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন মফিজ উদ্দিন জানান, শনিবার দুপুরে স্থানীয় সেলিম, মাসুদ,নজরুল ও মুনসুর আলী সহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ অতর্কিকে তাদের বাড়িতে ও দোকানে হামলা ভাংচূর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, চাপাতি, রড দিয়ে আঘাত করে তাকে সহ তাদের একই পরিবারের ৬জনকে গুরুতর আহত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাপসাতালে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।

মফিজ উদ্দিনের অভিযোগ, প্রতিপক্ষ এলাকায় মদ জুয়া ও নারীর ব্যবসা করেন। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার হওয়ায় তারা প্রতিবাদ করেন। এতে ক্ষপ্তি হয়ে ওই হামলার ঘটনা ঘটে।

gazipur-0

স্থানীয় চক্রবর্তি ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন জানান, একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *