জীবন সঙ্গীত
—-মৌসুমি
ডমরুর শব্দ শুনেছ কি?
শুনেছ কি তানপুরার ঐকতান?
সকাল থেকেই সারেঙ্গীটা একটানা বাজছে;
বিরতিহীন সানাইয়ের সুর
বুকের মাঝে যেন বিশাল হিমালয়ের পাষাণ ভার,
সেতারের একটানা সুরে যেন জমাট বাঁধা একরাশ বরফ গলে নদী
হৃদয়ের অন্তঃবীণার খেয়াল,
মৃদঙ্গের রিনরিনে শব্দের বিভঙ্গে
প্রতিধ্বনির অণুরণনে হিন্দোলিত করে হৃদমন্দিরকে,
মনের বিচিত্র অনূভাবনাগুলো
যেন যন্ত্রের অনূষঙ্গে প্রকাশিত হয়
অযুত রাগরাগিণীর মাঝে
চারিদিকে ছড়ানো ছিটানো বিচ্ছিন্ন,
বিক্ষিপ্ত জলরাশির মতো অগুনিত
সুখ দুঃখরা ভেসে বেড়ায়
কখনো কখনো ঘিরে ধরে বিষধর সর্পের ন্যায়,
হতাশা দাঁড়িয়ে থাকে সবকিছুকে আড়াল করে
যেন এক বিশাল মৈনাকপর্বত,
তবুও সকল বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে
এই হৃদয় মেতে ওঠে নুতন আশার ঝংকারে,
জীবনবীণা বেজে ওঠে নুতন সুর,
নুতন তান,নুতন ছন্দে সুর,তাল,
লয়কে মিলিয়ে শুরু হয় জীবনের নুতন রাগরাগিণী।।