প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : দেশখ্যাত সংগঠন উদীচীর চতুর্থ দ্বিবার্ষিক উপজেলা সম্মেলন উপলক্ষে রাজাপুর উপজেলা উদীচী শনিবার সম্মেলনের অংশ হিসেবে গুনীজন সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: রফিকুল ইসলাম। রাজাপুর উপজেলা উদীচীর সভাপতি শৈলেন চক্রবর্ত্তীর সভাপতিত্বে বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এড বিশ্বনাথ দাশ মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।সাংস্কৃতিক অংগনে বিশেষ ভুমিকা রাখার জন্য রাজাপুরের বিশিষ্ট নাট্যকার খান শহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ নৃত্য সংস্থা কতৃক আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দলীয় নৃত্যে প্রথম স্থান অর্জন করায় চারজন শিক্ষার্থী যথাক্রমে নুসরাত জাহান কেয়া,ইশফা বিনতে প্রান্তি,হৈমন্তি শুক্লা মৌ,প্রিয়ন্তী রানী শীলকে বশেষ সম্মাননা প্রদান করাহয়। খান শহীদুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি এড বিশ্বনাথ দাশ মুন্সী, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে ক্ষুদে কৃতি নৃত্য শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন যথাক্রমে আব্দুল মান্নান, প্রাক্তন সভাপতি সিপিবি, ঝালকাঠি, শৈলেন চক্রবর্ত্তী, সভাপতি উদীচী রাজাপুর, নিত্যানন্দ সাহা, সেক্রেটারি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাজাপুর, এবংসময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক গ্রাম বাংলা নিউজের বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজাপুর উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক প্রাবন্ধিক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা।সম্মাননা প্রাপ্ত খান শহীদুল ইসলাম বলেন এটা আমার জীবনের প্রথম এবং সর্বোত্তম প্রাপ্তি।তিনি রাজাপুর উপজেলা উদীচীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জাতীয় পর্যায়ে দলীয় নৃত্যে প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা পরিচালিত রাজাপুর শিল্পকলার চার শিক্ষার্থী এমন সম্মাননা পেয়ে অত্যন্ত খুশি।ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য থেকে জনৈক অভিভাবক বলেন এ ধরনের সম্মাননা পুরস্কার প্রদানে সাংস্কৃতিক অংগনের শিল্পী কলাকুশলী সহ আমরা সকলেই অনুপ্রানিত, এমন আয়োজনকে কৃতজ্ঞতাভরে সাধুবাদ জানাচ্ছি।