ঢাকা; পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক সূফি মাজারে বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, প্রত্যন্ত কুজদার জেলায় এ মাজারটি অবস্থিত। ঘটনাস্থলে জরুরী সেবা পৌঁছাতে হিমশিম খাচ্ছে জরুরী সেবাদাতা সংস্থাগুলো। গুরুতর আহতদের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত করাচির হাসপাতালে নেওয়া হচ্ছে।
শাহ নূরানি নামে ওই মাজারে প্রার্থনাকারীরা ধামাল নাচ করছিল। এ সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ধামাল নাচে অংশ নিতে সারাদেশ থেকে সূফিবাদের বহু অনুসারী শাহ নূরানি মাজারে জড়ো হয়েছিল। প্রতিবেশী দেশ ইরান থেকেও অনেকে এসেছে। পাকিস্তানে সূফিবাদের লাখ লাখ অনুসারী রয়েছে। কিন্তু দেশটির চরমপন্থীরা এ মতবাদের বিরোধীতা করে আসছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি উদ্ধার অভিযানের আহ্বান জানিয়েছেন।
খবরে বলা হয়, বেলুচিস্তানের বিভিন্ন চরমপন্থী গ্রুপ এ বছর প্রায়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। অক্টোবরে এ প্রদেশের কোয়েটার একটি পুলিশ কলেজে হামলা চালায় চরমপন্থীরা। এতে নিহত হয় কয়েক ডজন মানুষ। আগস্টে একটি হাসপাতালে আরেক হামলায় নিহত হয় ৭০ জন।
শাহ নূরানি নামে ওই মাজারে প্রার্থনাকারীরা ধামাল নাচ করছিল। এ সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ধামাল নাচে অংশ নিতে সারাদেশ থেকে সূফিবাদের বহু অনুসারী শাহ নূরানি মাজারে জড়ো হয়েছিল। প্রতিবেশী দেশ ইরান থেকেও অনেকে এসেছে। পাকিস্তানে সূফিবাদের লাখ লাখ অনুসারী রয়েছে। কিন্তু দেশটির চরমপন্থীরা এ মতবাদের বিরোধীতা করে আসছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি উদ্ধার অভিযানের আহ্বান জানিয়েছেন।
খবরে বলা হয়, বেলুচিস্তানের বিভিন্ন চরমপন্থী গ্রুপ এ বছর প্রায়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। অক্টোবরে এ প্রদেশের কোয়েটার একটি পুলিশ কলেজে হামলা চালায় চরমপন্থীরা। এতে নিহত হয় কয়েক ডজন মানুষ। আগস্টে একটি হাসপাতালে আরেক হামলায় নিহত হয় ৭০ জন।