পাকিস্তানে সূফি মাজারে বোমা হামলা, নিহত কমপক্ষে ৩০

Slider টপ নিউজ সারাবিশ্ব

39942_p1

 

ঢাকা; পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক সূফি মাজারে বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, প্রত্যন্ত কুজদার জেলায় এ মাজারটি অবস্থিত। ঘটনাস্থলে জরুরী সেবা পৌঁছাতে হিমশিম খাচ্ছে জরুরী সেবাদাতা সংস্থাগুলো। গুরুতর আহতদের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত করাচির হাসপাতালে নেওয়া হচ্ছে।
শাহ নূরানি নামে ওই মাজারে প্রার্থনাকারীরা ধামাল নাচ করছিল। এ সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ধামাল নাচে অংশ নিতে সারাদেশ থেকে সূফিবাদের বহু অনুসারী শাহ নূরানি মাজারে জড়ো হয়েছিল। প্রতিবেশী দেশ ইরান থেকেও অনেকে এসেছে।  পাকিস্তানে সূফিবাদের লাখ লাখ অনুসারী রয়েছে। কিন্তু দেশটির চরমপন্থীরা এ মতবাদের বিরোধীতা করে আসছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি উদ্ধার অভিযানের আহ্বান জানিয়েছেন।
খবরে বলা হয়, বেলুচিস্তানের বিভিন্ন চরমপন্থী গ্রুপ এ বছর প্রায়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। অক্টোবরে এ প্রদেশের কোয়েটার একটি পুলিশ কলেজে হামলা চালায় চরমপন্থীরা। এতে নিহত হয় কয়েক ডজন মানুষ। আগস্টে একটি হাসপাতালে আরেক হামলায় নিহত হয় ৭০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *