তরুণদের আকৃষ্ট করতে ফেসবুক আনছে ‘টক’

Slider তথ্যপ্রযুক্তি সামাজিক যোগাযোগ সঙ্গী

141134facebook

 

 

 

 

এবার তরুণদের আকৃষ্ট করতে প্রচলিত ফেসবুক ও মেসেঞ্জারের বাইরে আরেকটি সেবা চালু করার উদ্যোগ নিয়েছে ফেসবুক। তরুণদের যোগাযোগের জন্য ‘টক’ নামের একটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মূল অ্যাপের ভেতর যে কোড রয়েছে, তাতে নতুন অ্যাপটির তথ্য রয়েছে। কোড ঘেঁটে দেখা যায়, এতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল বা অভিভাবকের নিয়ন্ত্রণব্যবস্থা আছে, যা ফেসবুকের বর্তমান মেসেঞ্জার অ্যাপের চেয়ে পৃথক।

টক মূলত বার্তা আদান-প্রদানের একটি অ্যাপ হবে, যেখানে কন্ট্যাক্টগুলোকে নিয়ন্ত্রণে রাখা যাবে। এটি ১৩ বছর বা এর চেয়ে বেশি বয়সী তরুণদের জন্য প্রযোজ্য হবে। অ্যাপটি ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে না। যাঁরা অ্যাপটি ব্যবহার করবেন, তাঁদের সার্চে দেখা যাবে না। ফলে তরুণরা নিরাপদ থাকবেন।

এখনো অ্যাপটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিতে পারে ফেসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *