শুক্রবার রাজেন্দ্রপুরে দিনব্যাপী কবিতা উৎসব

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

17 oct Final

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হবে কবিতা উৎসব। রাজধানী ঢাকার গ্রিন রোডে অবস্থিত বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র রাজেন্দ্রপুরে ওই অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানের আয়োজক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আমন্ত্রনপত্র আকারের ওই প্রেস বিজ্ঞপ্তিটি নীচে দেয়া হলো,

বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র
২এ আরবান পয়েন্ট,  ১৪২এ গ্রিন রোড,
ঢাকা-১২১৫।  সেল: ০১৬৭৫ ৩৮৩৪৪৬

মহোদয়,

আমাদের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে, বিশ্ববাংলার কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে, যথারীতি পালন হবে বাংলা কবিতা দিবস। এ উপলক্ষে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে যথারীতি। এ আসরে যোগ দিতে আপনাকে জানাই সনির্বন্ধ অনুরোধ ও আমন্ত্রণ। আপনার সক্রিয় ও সার্বিক যোগ দানে এ আয়োজন হয়ে উঠবে সফল ও সার্থক।
২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের বরেণ্য কবি সাযযাদ কাদির প্রতিষ্ঠিত বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বহুমাত্রিক কর্মসূচি পরিচালনা করে আসছে সাফল্যের সঙ্গে। নিয়মিত-অনিয়মিত ভাবে ঢাকা, ঢাকার বাইরে ও বিশাল বাংলায় নানাবিধ কর্মপ্রয়াসে এ কেন্দ্র নিবেদিত রয়েছে অক্লান্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে। বাংলা কবিতা দিবস পালন তেমনই এক বহুমাত্রিক উদযোগ-আয়োজন। বাংলা ও বাঙালির  সাধনা ও সিদ্ধির মহত্তম গর্ব ও গৌরবের ঐশ্বর্য তার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। এই বস্তুবিশ্বে এমন আত্মিক সম্পদের চর্চা বৃহত্তর জনসমাজের যোগদান ও পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়।
আপনার অংশগ্রহণ প্রীতি ও শুভেচ্ছা হিসেবে চিরদিন পাথেয় হয়ে থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চায় নিবেদিত সকল ভক্ত-অনুরাগীর।

(ইকবাল সিদ্দিকী)
আয়োজক
স্থান: কচি-কাঁচা একাডেমী চত্বর
নয়নপুর (রাজেন্দ্রপুর), গাজীপুর
তারিখ: ১৮ই অকটোবর, ২০১৪
সময়: সকাল ১০-০০টা থেকে বিকেল ৫টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *