মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার ):গাজীপুর মহানগরীর ধানগবেষনা গেইটের বিপরীতে স্টাইল ক্রাফট লিমিটেড গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে জয়দেবপুর সড়ক অবরোধ করেছে।
আজ শুক্রবার সকালে গার্মেন্টস গেইটে দুইদিনের বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে যান।
অবস্থানরত শ্রমিকদের কয়েকজন জানান, গত চারমাস তাদের বেতন বন্ধ আছে। তিন বছরের বেশি সময় ছুটির টাকা পাচ্ছেন না। কর্তৃপক্ষ বার বার তারিখ করেও বকেয়া পরিশোধ করছে না।
গতকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও আজকে বেতন হবে না ঘোষণা আসলে গার্মেন্টসে থাকা তিন হাজারের বেশি শ্রমিক লাঞ্চের পর রাস্তায় নেমে যানবাহন চলাচলে বাঁধা দেন। এ সময় শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ ভোর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের রাস্তা অবরোধের কারনে অফিসগামী ও সাধারণ মানুষ বিপাকে পরেছেন।
এ বিষয়ে স্টাইল ক্রাফট লিমিটেড মালিক পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।