প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। বস্টন থেকে লস অ্যানজেলেস পর্যন্ত নানা শহরে এ বিক্ষোভে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। তারা ডনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্চে। ট্রাম্পকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে, ‘নট মাই প্রেসিডেন্ট, নট টুডে’। নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার রাতটা এভাবেই কাটিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। পুলিশের হিসাবে নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ করেছে প্রায় ৫ হাজার মানুষ। সেখানে ট্রাম্প টাওয়ারের বাইরে সমবেত মানুষ অভিবাসন ও ট্রাম্পের বিভিন্ন প্রচারণা বিষয়ক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। এসব দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় সিএনএনে। এমন বিক্ষোভে অংশগ্রহণকারী একজন নিক পাওয়ারস। তিনি বলেছেন, আমি এখানে বেরিয়ে এসেছি ভয়াবহ আতঙ্ক থেকে। নির্বাচনের ফল দেখার সঙ্গে সঙ্গে এ আতঙ্ক আমাকে গ্রাস করেছে। তিনি আশঙ্কা করছেন, ডনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির ফলে অনেককে যেতে হবে জেলে। তার দৃষ্টিতে ট্রাম্পের বিজয়ে যৌনতা বিষয়ক ভাবধারা বৃদ্ধি পাবে। ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি আটলান্টা, অস্টিন, টেক্সা, বস্টন, শিকাগো, ডেনভার, ফিলাডেলফিয়া, পোর্টল্যান্ড, অরিগন, সান ফ্রান্সিসকো, সিয়াটল ও ওয়াশিংটনে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
(বিস্তারিত আসছে)
(বিস্তারিত আসছে)