কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন সরকার ও তাঁর শ্যালক মহিউদ্দিন দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।