ঢাকা; গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রোববার শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। ওই বছরের ২৯শে ডিসেম্বর পুলিশ চার্জশিট দেয়। চলতি বছরের ৫ই ফেব্রুুয়ারি মামলাটির চার্জশিট গ্রহণ করেন আদালত। এই মামলায় জেসমিনকে গত বছর ৩রা অক্টোবর মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ৫ই অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। পরে এই দম্পতি জামিনে মুক্তি পায়। অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতির সাত থেকে ১৪ বছরের কারাদ- হতে পারত। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। ওই বছরের ২৯শে ডিসেম্বর পুলিশ চার্জশিট দেয়। চলতি বছরের ৫ই ফেব্রুুয়ারি মামলাটির চার্জশিট গ্রহণ করেন আদালত। এই মামলায় জেসমিনকে গত বছর ৩রা অক্টোবর মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ৫ই অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। পরে এই দম্পতি জামিনে মুক্তি পায়। অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতির সাত থেকে ১৪ বছরের কারাদ- হতে পারত। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়।