সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

Slider বাংলার আদালত বাংলার মুখোমুখি

38970_ains

 

ঢাকা; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আরজি জানানো হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের ইউএনও ও ওসিকে বিবাদী করা হয়েছে। রোববার সকালে এ রিট আবেদন করা হয়।
আসকের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, রিট আবেদনের ওপর আজ শুনানি হতে পারে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন কর্তৃত্ববলে শোভাযাত্রায় অংশ নিলেন এবং বক্তব্য দিলেন, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে নাসিরনগরের ওই ঘটনা রোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *