ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে র ভোট পূনঃগণনা না হওয়া পর্যন্ত সরকারী গেজেট বন্ধ রাখাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র, মোঃ আতাউর রহমান সরকার, নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষন করে বলেন, গত ৩১ শে অক্টোবর/২০১৬ তারিখে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতিকের তৌফিকুল ইসলাম তৌফিকের নেতৃত্বে জামায়াত, বিএনপি ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রজন্মলীগের আহ্বায়ক তৌকির হাসান রচি ও নব্য আওয়ামীলীগ স্থানীয় নেতার সহযোগীতায় সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ শরিফুল ইসলাম রতনের সমর্থক ও ভোটারদের ব্যাপক মারপিট করে। এসময় সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ৩০ জন নৌকা প্রতিকের সমর্থক ও ভোটার বৃন্দকে আহত করে।
এর মধ্যে ২জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুধু তাই নয় সন্ত্রাসী তৌফিক বাহিনী আওয়ামীলীগের স্থানীয় নেতা ও সহযোগী অঙ্গ সংগঠনের সহযোগীতায় ভোট কেন্দ্র দখল করে ভোট কারচুপি করে মাত্র ১৫ ভোট অনুপস্থিত রেখে সমস্ত ভোট উপস্থিতি দেখিয়ে মাত্র ২২ ভোটে রায় নিয়েছে। এ সময় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল।
নৌকা প্রতিকের প্রার্থীর মনোনীত এজেন্ট ঐ কেন্দ্রে ভোট পূনঃ গননার দাবী জানালেও তাহা অগ্রায্য করা হয়। তাই তিনি ভোট পূনঃগণনা না হওয়া পর্যন্ত সরকারী গেজেট বন্ধ রাখার জন্য অনুরোধ জানান। সেই সাথে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
জাতীয় নৃত্য প্রতিযোগিতার ৪টি বিষয়ে
সেরা দশে স্থান পেয়েছে গাইবান্ধার ৭ জন কৃতি নৃত্য শিল্পী
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন সুরবানী সংসদের ৭ জন কৃতি নৃত্য শিল্পী দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে স্থান লাভের গৌরব অর্জন করেছে।
লোক নৃত্য একক, সৃজনশীল একক এবং দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং লোক নৃত্যে তারা এই কৃতিত্ব অর্জন করে। তারা হচ্ছে লোক নৃত্যে একক তাসলিমা আকতার, সাধারণ নৃত্যে একক তমালিকা, সাধারণ, লোক একক এবং দলীয় মুক্তিযোদ্ধা ভিত্তিক ও লোক নৃত্যে অনুরাগ আকন্দ ফাহিম ও সেজ্যোতি। এছাড়া একক লোক নৃত্যে, দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও লোক নৃত্য দলীয় তে কৃতিত্ব অর্জন করেছে সুবহ্া। দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও লোক নৃত্যে মিমতা ইসলাম ও অর্থি।
তারা সবাই গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন সুরবানী সংসদের ছাত্র। তারা সংস্থার গুণী নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপনের কাছে নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করে।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ঢাকাস্থ শিল্পকলা মিলনায়তনে ৩১ অক্টোবর সোমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে ২ হাজার নৃত্য শিল্পী বিভিন্ন বিষয়ে এতে অংশ গ্রহণ করে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে বিজয়ী নৃত্য শিল্পীদের সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন