আমরা লজ্জিত ও স্তম্ভিত: খালেদা জিয়া

Slider ফুলজান বিবির বাংলা

38644_khaleda

 

ঢাকা;  হতদরিদ্রদের মধ্যে ১০টাকা কেজি চাল বিক্রি নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের অনিয়মের ব্যাপারে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকাল ৩টা ১১মিনিটে তিনি তার বক্তব্যটি ইমেজ ফরম্যাটে টুইট করেন। রাত ৮টা পর্যন্ত সেটার ২৯টি রিটুইট করা হয়েছে।  টুইটে লেখা হয়েছেÑ ‘হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০টাকা কেজি দরের চাল সারাদেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। আমরা সরকার পরিচালনার সময়ে মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪-১৫ টাকা সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কমদামে চাল খোলাবাজার বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরিবরা ৫ কেজি পর্যন্ত চাল কমদামে কিনতে পারতো। এখন শুধু কার্ডধারীদের জন্য ১০টাকা কেজিতে চাল দেয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে। গরীবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা নিন্দা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *