গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশ নেয়ার সুযোগ থাকছে না শিক্ষার্থীদের। আজ মঙ্গলবার সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরপর দুই বছর ভর্তি পরীক্ষা দেয়া যেত। কিন্তু ২০১৫-১৬ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ থাকছে না।