মো:আলীআজগর পিরু: গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া এলাকায় সিএনজি পাম্পের তিন কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ৯ লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগপাড়া এলাকার সাগর-সৈকত সিএনজি পাম্পের তিন সুপারভাইজার ইমরান, একরাম ও শাহজালাল সুমন ৯ লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা নিয়ে চান্দনা চৌরাস্তায় আল-আরাফা ও প্রাইম ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। নগপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে তিন যুবক তাদের ঘিরে ধরে। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, দুই লাখের বেশি টাকা বহনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে পুলিশের সহযোগিতা নেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারা কেন সহযোগিতা নেননি তা রহস্যজনক। বিষয়টি ছিনতাই কিনা তদন্ত করে দেখা হচ্ছে।