এম এ কাহার বকুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে।
বুড়িমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাহাজুল ইসলাম মিঠুর বিপক্ষে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার (২৪অক্টোবর) রাতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম নাজু বুড়িমারী স্থলবন্দরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এক পথসভায় বহিস্কৃতদের নাম ঘোষনা করেন।
বহিস্কৃত নেতারা হলেন, বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ রেজোয়ান হোসেন, বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ নেওয়াজ নিশাত, যুবলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আলী আজম, সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি তোসাদ্দেক হোসেন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম রুমেল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক আমিনুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন আপেল, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রেজাউল করিম, ৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আলী, সাধারন সম্পাদক আজিজার রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি দুলাল হোসেন।
বহিস্কৃত নেতা রেজোয়ান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ কয়েকজন নেতার কাছে জানতে চাইলে আবু সাঈদ নিশাত জানান এ পর্যন্ত আমরা বহিষ্কারের কোনো কাগজ পাইনি।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বুড়িমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ তাহাজুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
ইতোমধ্যে বহিস্কৃত নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে যা ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।