ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Slider জাতীয়

8cd1e7dcc5902ae48850f8412d251e5c-jhinaidoho

 ঝিনাইদহ;  ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের সন্ত্রাসী বলছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাতে শহরের ভুটিয়ারগাতি নামক স্থানে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁদের আনুমানিক বয়স ৪০-৪৫ বছর।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, পাঁচটি বোমা, একটি ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, ভোররাত পৌনে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি দ্রুত গতিতে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহলদল তাঁদের থামার সংকেত দেয়। তাঁরা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের আরেকটি দল তাঁদের থামানোর চেষ্টা করে। মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে একটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, মোটরসাইকেল আরোহীরা নাশকতা চালানোর জন্য কোথাও যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তৎপরতায় আসন্ন অঘটন থেকে রক্ষা পাওয়া গেছে। সকাল নাগাদ নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *