শাহরিয়ার সাদিক, সৈয়দপুর প্রতিনিধিঃ বেশ কয়েক বছর থেকে ভোগান্তির শিকার হয়ে আসছেন সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালের রোগীরা। দরকারের সময় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স পাওয়া যেত না বলে অভিযোগ করেছেন রোগীর আত্বীয় সজনেরা।
শনিবারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। সকালে বিরোধীদলীয় চিপ হুইপ আলহাজ্জ্ব শওকত চৌধুরী এই অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ভোধন করেন। এ সময় নীলফামারীর সিভিল সার্জেন ডা. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো মুসা জঙ্গী, উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক উপস্থিত ছিলেন। এসময় একরোগীর স্বজনের সাথে কথা বলা হলে তিনি জানান, এখন থেকে আর তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে না। হাসপাতাল থেকেই তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য পাবেন।