ঢাকা; জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে এই আনন্দঘন দিবসটি উদযাপন করেন। সন্ধ্যা থেকেই ক্লাব চত্বরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের সদস্যরা মিলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি
মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। কেক কাটার পর ছিল সাংস্কৃতি অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্রয়ের আয়োজন।
মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। কেক কাটার পর ছিল সাংস্কৃতি অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্রয়ের আয়োজন।