বিশ্বব্যাংকের সঙ্গে সমস্যা কেটে গেছে: অর্থমন্ত্রী

Slider অর্থ ও বাণিজ্য

36146_muhit

 

ঢাকা; বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের তৈরি হওয়া সমস্যার কিছু অংশ কেটে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। সচিবায়লে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যে অনুদান দেয়ার কথা ছিল সেটা তারা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে দেবে বলেও জানান অর্থমন্ত্রী। সড়ক যোগাযোগ খাতসহ বাংলাদেশের অবকাঠামো খাত উন্নয়নে বিশ্বব্যাংকের অবদান অনেক বেশি উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের দারিদ্রের হারকে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশে অর্থ সহায়তা বাড়ানোর কথা জানান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *