কটাক্ষ নয়, এবার অ্যামব্রোসের মুখে শুধুই প্রশংসা

Slider খেলা
কটাক্ষ নয়, এবার অ্যামব্রোসের মুখে শুধুই প্রশংসা

হেডিংলেতে ৫ উইকেটে দুরন্ত জয় তুলে নেওয়ার পর ক্রিকেটমহলে ফের চর্চার বিষয় হয়ে উঠেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এই মুহূর্তে ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টের সিরিজে খানিকটা অভাবিতভাবেই সমতা ফিরিয়ে আনার পর শাই হোপ, ক্রেগ ব্রেথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েলদের নিয়ে আলোচনার ঢেউ।

এজবাস্টনের প্রথম টেস্টে বিশ্রী পরাজয়ের পর ক্যারিবিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তি মাইকেল হোল্ডিং ও কার্টলি অ্যামব্রোস দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু হেডিংলে টেস্ট জয়ের পর অবশ্য নিজের মন্তব্য থেকে সরে এসেছেন অ্যামব্রোস।

সিরিজে সমতা ফেরানোর জন্য হোল্ডারদের শুভেচ্ছা জানিয়ে অ্যামব্রোস বলেন, ‘‌দারুণ পারফরমেন্স। এই প্রশংসা ওদের প্রাপ্য। এজবাস্টনে একদিনে ১৯ উইকেট পড়েছিল। টেস্ট হারের পর ওদের নিয়ে অনেক কড়া কথা বলেছিলাম। হেডিংলের পারফরমেন্স দেখে জোর গলায় বলতে পারি, প্রথম টেস্টে ওরা আরও ভাল কিছু করতে পারত। এই পারফরমেন্সের পর সত্যিই আমি গর্বিত। ’‌

প্রথম টেস্টের পর অ্যামব্রোসের মন্তব্যে মনক্ষুণ্ণ হয়েছিলেন কোচ স্টুয়ার্ট ল। সে প্রসঙ্গে এই ক্যারিবিয়ান কিংবদন্তির মন্তব্য, ‘‌ও হয়তো মানুষ অ্যামব্রোজকে চেনে না। কয়েক দিন আগেও বোলিং পরামর্শদাতা হিসেবে এই দলের ড্রেসিংরুমে সময় কাটিয়েছি। ফলে এই ক্রিকেটারদের অনেকের দক্ষতা আমার জানা। প্রয়োজনে আমার প্রসঙ্গে ক্রিকেটারদের মতামত নিতে পারেন কোচ। কারও ওপর ব্যক্তিগত রাগ নেই। কিন্তু অন্যায় বা ভুল কিছু হলে কখনও সেটা মেনে নিই না। তবে আমার করা সমালোচনায় যদি ক্যারিবিয়ান ক্রিকেটের কিছু ভাল হয়ে থাকে, তা হলে খুশিই হব। ’‌

শাই হোপ এবং ব্রেথওয়েটের প্রশংসাও শোনা গেছে অ্যামব্রোসের মুখে। তিনি বলেন, ‘‌শাই প্রতিভাবান ক্রিকেটার। হেডিংলেতে প্রথম ক্রিকেটার হিসেবে দু’‌ইনিংসে সেঞ্চুরির নজিরের জন্য শুভেচ্ছা। সবে কেরিয়ার শুরু। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারকা ব্যাটসম্যান হয়ে ওঠার রসদ রয়েছে। ব্রেথওয়েটেও আমি মুগ্ধ। প্রথম ইনিংসে অসাধারণ সেঞ্চুরি। তার পর দ্বিতীয় ইনিংসে ওরকম জঘন্য শটে উইকেট ছুঁড়ে আসা কাম্য নয়। শাইয়ের মতো ওরও আরও ধৈর্য দেখানো উচিত। ’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *