গ্রাম বাংলা ডেস্ক:ভাষা আন্দোলনের অগ্রনায়ক আবদুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল মতিনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভাষা সৈনিক হওয়া সত্ত্বেও কেন তিনি রাষ্ট্রীয় মর্যদা পাননি এর উত্তরে নাসিম বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হলেও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে। নাসিম বলেন, ভাষা সৈনিক মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে মতিনের অবদান রাষ্ট্র ও জনগণ ভুলবে না। তিনি আরও বলেন, সরকার ভাষা মতিনের জন্য সব করেছে। কোনো অভিযোগ সত্য নয়।
ওদিকে, আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ মিনারে আবদুল মতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এ ধরনের ব্যক্তিদের মৃত্যুতে সবসময় রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে। সরকার কেন আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেয়নি তা বোধগম্য নয়। এ সময় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, হাবীন-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।