রেকর্ড জুটির পরই পথ হারাচ্ছে বাংলাদেশ

Slider খেলা

c01ffbbcacbd20fd154ef76668e8d05d-partnership-2

স্পোর্টস ডেস্ক; তামিম-ইমরুলের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল জুটিই। ছয় বছর আগে ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সৌজন্যে ঝোড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেবার ওপেনিংয়ে বাংলাদেশ তুলে ফেলেছিল ৬৩ রান। এত দিন ইংল্যান্ডের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। সেটাই আজ ভেঙে গেল। ভাঙলেন তামিম-ইমরুলই। উদ্বোধনী জুটিতে এল ৮০ রান। 
তবে রেকর্ড ভাঙার পরই বেশিক্ষণ থাকলেন না তামিম-ইমরুলের কেউই। ইমরুল ৪৬ করে বেন স্টোকসের বলে ফিরেছেন। এর দুই ওভার পরই আদিল রশিদের ওভারে ফিরেছেন তামিমও, ৪৫ রানে। এর সঙ্গে বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে মাহমুদউল্লাহর আউট হয়ে যাওয়া। ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন মাহমুদউল্লাহ, পরের বলেই হয়ে গেলেন আউট।

এই প্রতিবেদন লেখার সময়ে ২৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২২। ক্রিজে আছেন সাব্বির। আক্রমণাত্মক শুরু করে ১৯ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গী মুশফিক এখনো রানের খাতা খোলেননি।

ছয় বছর আগের জুটিটার সময় তামিম ছিলেন মারমুখী। সেবার ইমরুল মাত্র ১৫ রান দিয়ে সংগত করে গিয়েছিলেন তামিমের সঙ্গে। পরে তামিম খেলেছিলেন ১২৫ রানের ইনিংস। এবার যেন ভূমিকা বদলে গিয়েছিল। ইমরুলই আজ ছিলেন বেশ প্রত্যয়ী, আগ্রাসী। তামিম করেছেন সতর্ক শুরু। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তামিম।

কিন্তু এই ভালো শুরুটা মুহূর্তেই বদলে গেল। এই ধাক্কা সামলে নিতে এখন ভালো একটা জুটি গড়া খুব জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *