১৪১ রানে শততম জয় বাংলাদেশের

Slider খেলা জাতীয় সারাদেশ

33841_sd

 

ঢাকা; ২৭৯ রানের জবাবে ১৩৮ রানেই অলআউট হয়ে গেল আফগানিস্তান। ১৪১ রানে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পেলো বাংলাদেশ। সঙ্গে সিরিজও জিতলো ২-১এ।  ৩৪তম ওভারে শফিউলের উইকেট পাওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আফগানদের লড়াইয়ের। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রহমত শাহ। ৩৩ রান করেন নওরোজ মঙ্গল।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট পান আট বছর পর খেলতে আসা মোশাররফ হোসেন রুবেল। দুই উইকেট নেন তাসকিন। ছয় বোলার বল করেন। সাকিব ছাড়া সবাই উইকেট পান। এর আগে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে স্কোর বোর্ডে ৮৯ রান জমা পড়তেই সপ্তম উইকেট খোয়ায় আফগানিস্তান। মোশাররফ হোসেন রুবেলের তৃতীয় শিকারে পরিণত হন আফগানিস্তানের সেরা তারকা মোহাম্মদ নবী। তবে দলীয় ১০০ রান পার করে সফরকারীরা।  ২৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১০২/৭। দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে টাইগারদের চোখ রাঙাচ্ছিলেন আফগানরা। তবে এ জুটি ভাঙলেন ৮ বছর পর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ নেয়া স্পিনার মোশাররফ হোসেন রুবেল। ব্যক্তিগত ৩৩ রানে রুবেলের ডেলিভারিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন আফাগান ওপেনার নওরোজ মঙ্গল। আর ওভারের শেষ বলে রুবেল তুলে নেন আফগান্সিতানের ইনফর্ম ব্যাটসম্যান হাশমতুল্লাহ শহিদীর উইকেট। এতে ১৪ ওভার শেষে আফগান্সিতানের সংগ্রহ দাঁড়ায় ৫২/৩-এ। এর আগে বল হাতে আফগানিস্তানকে প্রথম আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলে মাশরাফি পরিষ্কার বোল্ড আউট করে সাজঘরে ফেরান আফগানিস্তানের মারকুটে ওপেনার মোহাম্মদ শেহজাদকে। এতে ২.১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫/১-এ। আফগানিস্তানকে ২৮০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে ২২ বরে ৩২ রান করেন মাহমুদুল্লাহ। এতে ২৭৯/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ।
৩৮.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২১২/২। কিন্তু পরের ২৩ রানে চার উইকেট খোয়ালেন টাইগাররা। একে একে সাজঘরে ফিরে গেলেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। এতে ৪৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩৫/৬-এ।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম ইকবাল। এতে তিনি ছাড়িয়ে গেলেস সাকিব আল হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৮ বলে ১১৮ রান করেন তামিম ইকবাল। ১৫৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের সপ্তম শতক। ওয়ানডেতে সাকিবের রয়েছে ৬ সেঞ্চুরি। তবে তামিমের বিদায়ের পর খেই হারান বাংলাদেশ তারকারা। অল্পতে উইকেট খোয়ান সাকিব ও মুশফিকুর রহীম। এতে ৪৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায়  ২২৯/৫-এ। সাকিব ১৭ ও মুশফিক করেন ১২ রান। ওপেনার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ২০ রান করেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যর্থ হলেন বাংলাদেশের এ উদ্বোধনী ব্যাটসম্যান। এবার আউট হলেন ১১ বলে ১১ রানে। এতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে তার মোট রান ৩১ রান। মিরপুরে শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটে গিয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। তামিম ইকবাল ২৫ রানে অপরাজিত।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ জেতে ৭ রানে। কিন্তু দ্বিতীয়টি হারে ২ উইকেটে। এতে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। আজ তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। বাংলাদেশ দলে আজ দু’টি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের বদলে রাখা হয়েছে পেসার শফিউল ইসলামকে। আর তাইজুল ইসলামের বদলে রাখা হয়েছে স্পিনার মোশাররফ হোসেনকে।বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *