জহির উদ্দিন বাবর, রাজাপুর , ঝালকাঠী: ঝালকাঠির রাজাপুরের ফুলহার গ্রামে আ. জব্বার হাওলাদার নামে এক ব্যাবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ওই ব্যাবসায়ীর বাড়ী থেকে নগদ দুই লাখ ষাট হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও একটি এলইডি টিভিসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার গভীর রাতে ডাকাতেরা আঃ জব্বার হাওলাদারের একতলা ভবনের পেছনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে । ঐ একই ভবনে আঃ জব্বার হাওলাদারসহ তার ৩ ছেলে স্কুল শিক্ষক নজরুল ইসলাম, স্কুল শিক্ষক লুৎফর রহমান ও পুলিশের রিডার আবুল বাসার পরিবারসসহ বসবাস করতেন । ব্যাবসায়ীর ছেলে শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, “শুক্রবার রাত ১টায় ১০-১২জনের একটি ডাকাত দল বাড়ীর পেছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের ভিতর পাঁচটি কক্ষে ঘুমিয়ে থাকা পরিবারের সকল সদস্যদের প্রায় দুই ঘন্টা যাবৎ অস্ত্রের মুখে জিম্মি করে রেখে মালামাল লুট করে চলে যায় ডাকাতরা”। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির-উল-গীয়াস জানান, “ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে”। গত ৫ আগস্ট উপজেলার চাড়াখালী গ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান তালুকদারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। গত এক সপ্তাহের মধ্যে পরপর দুইটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাবাসী মাঝে চরম আতংক বিরাজ করছে ।