গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Slider গ্রাম বাংলা

16658_gazipur

গাজীপুর; গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের ভাষ্য, সকাল সাতটার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের পরিচয় জানা যায়নি।

একই উপজেলার ভবানীপুরের বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুজন যাত্রী নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে সাতজন। তাঁদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *