সাত খুনের ঘটনায় র‌্যাবের ডিজিকে জিজ্ঞাসাবাদ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

74780_RAB DG-Mokhlesur Rahman
গ্রাম বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানকে সচিবালয়ে জিজ্ঞাসাবাদ করছে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

সোমবার দুপুর আড়াইটার দিকে কমিটি প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রায় সোয়া দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকেদের বলেন, র‌্যাবের ডিজি হিসেবে আমাকে ডাকা হয়েছিল। তদন্ত কমিটি যা জানতে চেয়েছে, তা সব বলেছি, সত্য বলেছি।

এর আগে এ ঘটনায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছে এই তদন্ত কমিটি।

গত ২৭শে এপ্রিল অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। ৩০শে এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *