ঈদে সরকারি ছুটি বাড়লো

Slider টপ নিউজ বাংলার সুখবর

30403_bd logo

 

ঢাকা: কোরবানির ঈদে নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে আগের রোববারও ছুটি ঘোষণা করা হয়েছে। এতে চার দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবার মিলে মোট ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারের নির্বাহী আদেশে রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনার পর এ ঘোষণা আসে। এ দিনের পরিবর্তে ২৪শে সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। এবারের কোরবানির ঈদ হবে ১৩ই সেপ্টেম্বর। সে অনুযায়ী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর কোরবানির ঈদের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। মন্ত্রিসভায় ১১ ও ১৫ই সেপ্টেম্বরের ছুটি নিয়ে আলোচনা হলেও শুধু ১১ই সেপ্টেম্বরের ছুটির সিদ্ধান্ত এসেছে সরকারের তরফে। ১৫ই সেপ্টেম্বর ছুটি দিলে ছুটি আরও তিন দিন বেড়ে নয় দিন হতো।
গত রোজার ঈদেও নির্বাহী আদেশে এক দিন ছুটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর তাতে ছুটি দাঁড়িয়েছিল টানা নয় দিন। তবে বাড়তি ছুটির বিষয়টি পুষিয়ে দিতে ঈদের পর এক শনিবার সরকারি অফিস আদালত খোলা রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *