তার সততার কথা প্রায় কিংবদন্তী সমান। বালিগঞ্জ এর পাম এভিনিউ এর দু কামরার স্বল্পপরিসর ফ্ল্যাটে থাকেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্যকে অনুরোধ করেছিলেন আর একটু বড় ফ্ল্যাটে সরকারি ব্যবস্থায় থাকার জন্য। সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বুদ্ধ বাবু। কিন্তু তাঁর স্ত্রী মীরা ভট্টাচাৰ্য এর বোন, বুদ্ধদেব ভট্টাচাৰ্যর শালিকা ইরা বসু এখন ফুটপাথে রাত কাটান। মলিন বসনে উত্তর কলকাতার ডানলপ মোড়ে বসে থাকেন আনমনে। মাথার ওপর ছাদ নেই। জরাজীর্ণ একটি ম্যাক্সি পরনে।
অবিবাহিত ইরা বসু ছিলেন খড়দহের প্রিয়নাথ মল্লিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। থাকতেন দাদুর বাড়িতে। পরে চলে আসেন স্কুলের প্রধান শিক্ষিকার বাড়িতে। তারপর থেকে নিরাশ্রয় কেন, কেউ জানে না। কিছু বললে উত্তর মেলে না। কদিন আগে বুদ্ধদেব ভট্টাচাৰ্য করোনা আক্রান্ত হওয়ার সময় ফুটপাথেই জামাইবাবুর আরোগ্য কামনায় পুজো করেছিলেন। ইরা বসুর এই হালের কথা কি জানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? নাকি কমিউনিস্ট সুলভ উদাসীনতায় উপেক্ষা করবেন এই ঘটনাকে? সময়ই এই প্রশ্নের জবাব দিতে পারবে।