ঢাকা: রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের একটি মামলায় মামলায় জামিন পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে মান্না অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনই তিনি জামিনে বের হতে পারছেন না। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান গণমাধ্যমকে বলেন, গত বছরের মার্চে গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহের এ মামলায় আদালত মান্নার জামিন মঞ্জুর করেছেন। এর আগে চলতি বছরের ২১ মার্চ কেন মান্নাকে জামিন দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে তা নিষ্পত্তি করে আজ আদালত এ আদেশ দেন। আইনজীবী আরও জানান, মান্নার বিরুদ্ধে গুলশান থানায় আরও একটি মামলা রয়েছে। সেই মামলায় আগামী ২৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য রয়েছে।