গাজীপুরে স্বরণ কালের বৃহত্তর সমাবেশ করল পুলিশ

Slider গ্রাম বাংলা

14137874_1667965486853563_855921249_n

 

 

 

 

 

আলী আজগর পিরু/ সামছুদ্দিন, গাজীপুর অফিস; জেলার ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে জেলা শহরের প্রধান ময়দান রাজবাড়ি মাঠে জঙ্গীবাদ বিরোধী মহাসমাবেশ করেছে জেলা পুলিশ। এতে প্রধান অতিথির বক্তব্য দিলেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) এ কে এম শহীদুল হক। এই মাঠে ইতোপূর্বে এত বড় আর কোন সমাবেশ করতে পারেনি কোন রাজনৈতিক দল।

শনিবার বিকাল ৩টায় এই সমাবেশ শুরু হয়ে চলে সন্ধ্যা  পর্যন্ত। সমাবেশ শুরু আগে বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরে প্রবেশের সকল রাস্তা বন্ধ ছিল। রিক্সা ও অটোরিক্সা পর্যন্তও বন্ধ থাকে।

বিস্তারিত আসছে—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *