বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Slider বরিশাল

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত ৬ দফার ইতিহাস সংবলিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণ এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ২৪টি বিভাগ, ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয়, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতনদের সাথে নিয়ে প্রশাসনিক ভবন ২ এর ৬ষ্ঠ তলায় নবনির্মিত অত্যাধুনিক ‘জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্স’ এর উদ্বোধন করেন উপাচার্য। এ সময় উপাচার্যের সহধর্মিণী মন্টি ইমাম হকও উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীর জনকের জন্মদিন উপলক্ষ্যে সকাল ১১টয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ দেড় শতাধিক শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে উপাচার্য শিশুদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এবং বিজয়ী শিশুদের মধ্যে সম্মাননা সনদ ও পুরষ্কার বিতরণ করেন উপাচার্য।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *