।।”কোথায় হারালে তুমি?”
———————-খায়রুননেসা রিমি
পাশের বাড়ীর ছাদটা এখন ভীষণ ফাঁকা,
নীরব,সুনসান,একদম একা।
ব্যলকনিতে দাঁড়ালেও কাউকে দেখিনা,
কিচ্ছু দেখিনা। ছাদবালক তোমার কি অভিমান হয়েছে?
তোমার প্রলুব্ধচাহনী আর আমায় তাড়া করেনা,
ব্যলকনিতে দাঁড়ালেও
এখন আর আগের মতো আলোড়িত হইনা।
কাজ ফেলে আর যাইনা ছুটে যখন তখন।
তুমিহীন ছাদ এখন আর আমায় টানেনা।
কোনো ছায়ামানব আজ আর আমায় খুঁজেনা,
তুমিহীন ছাদ বড় বেমানান।
ছাদবালক তুমি ছাদেই থাকো,
যেওনা অন্য কোথাও।
ব্যলকনিতে কেউ একজন দাঁড়িয়ে আছে।
তোমার অপেক্ষায়।