আগামী বছর খুলনা-কলকাতা রুটে ট্রেন চালু

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা সারাদেশ

27874_ddd

 

ঢাকা: আগামী বছরের শুরুতেই খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোশিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় হাইকমিশনার এ কথা বলেন। তিনি বলেন, আগামী বছরের শুরু নাগাদ ট্রেন চালুর লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বেনাপোল-পেট্রাপোল ব্যবসায়ীদের জন্য একটি উপযুক্ত পয়েন্ট। বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের বাণিজ্য আরো সহজ করতে উভয় দেশ একসঙ্গে কাজ করছে। এসময় তিনি বলেন, অচিরেই বাংলাদেশি ছোট-বড় সব ব্যবসায়ীর পাঁচ বছরের ভিসা দেওয়া হবে। মতবিনিময় সভায় দুই দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন অ্যাসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। পরে বেনাপোল রেলওয়ে স্টেশন ও কাস্টমস চেকপোস্ট, ইমিগ্রেশন ও সমন্বিত চেকপোস্ট পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেস উকাই, সেকেন্ড সেক্রেটারি শিশির কুঠারি, রেলওয়ে অ্যাডভাইজার দিবেনজন রায়, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাস্টমস কমিশনার জামাল হোসেন, অতিরিক্ত কমিশনার ফিরোজউদ্দিন, যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *