ঢাকা: ফেনসিডিল বহনের দায়ে চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভোলার সাবেক সিনিয়র সহকারী জজ জাবেদ ইমাম আপিল বিভাগের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে তার আইনজীবী শামসুজ্জামান জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নিম্ন আদালতে দেয়া জাবেদের দ- বাতিল হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের অনুমতির আবেদন মঞ্জুর করে গত রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাচ সদস্যের আপিল বেঞ্চ তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ২০১২ সালের ১লা ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার হন ভোলার তৎকালীন সহকারী জজ জাবেদ ইমাম। এ ঘটনায় ওই দিনই নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০১৩ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে চার বছরের সশ্রম কারাদ- ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদ- দেয়। এই সাজার বিরুদ্ধে আপিলে ২০১৫ সালের ১১ই ফেব্রুয়ারি হাই কোর্ট নিম্ন আদালতের দেয়া রায় বাতিল ঘোষণা করে জাবেদ ইমামকে খালাস দেয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। যার শুনানি শেষে সর্বোচ্চ আদালত জাবেদকে আত্মসমর্পণের নির্দেশ দেন।