গাজীপুরের শ্রীপুরে হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে। এ সময় জুয়েলারি দোকানের মালিক শংকর সুব্রত ও এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় মাওনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ও লোকজন বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে গেলে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ইয়াকুব আলী মার্কেটের সঙ্গিতা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ১০-১২ জনের অস্ত্রধারী যুবক গুলি করতে করতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় লোকজন জড়ো হয়ে গেলে ১০-১২টি হাতবোমা ফাটিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে লুণ্ঠনকারীরা পালিয়ে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বোমা ফাটানোর ভয় কেটে গেলে হাজারো মানুষ জড়ো হয় মহাসড়কে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।