ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংগীর গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন, গত ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলাম।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাত সোয়া ১১ টার দিকে নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাংগীর গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। এঁদের মধ্যে একজন হলেন শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামের। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।