রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের পৃথক ঘটনায় দু’জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার হলি আর্টিজানের ঘটনায় মিরপুর এলাকার আরিফাবাদ হাউজিংয়ের তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারিকে (৩১) ৫৪ ধারায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তার ৭ দিনের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারির এই রিমান্ড মঞ্জুর করেন। দাউদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।
আসামি দাউদ পাটোয়ারি মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত। এদিকে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নিহত জঙ্গি আব্দুল্লাহ্’র সহযোগি আলমগীরকে ৬টি তাজা ককটেল ও দু’টি ধারালো সামুরাইসহ গ্রেপ্তার করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ। দিনাজপুর আমলী আদালত ৬ এ হাজির করা হলে বিচারক গোপালচন্দ্র তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি আলমগীরকে আটক করা হয়। পুলিশের ধারণা, ঢাকার কল্যাণপুরের জাহাজ বাড়িতে নিহত জঙ্গি আব্দুল্লাহ্ হত্যার প্রতিশোধ নিতে জঙ্গি আলমগীর নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো।
আসামি দাউদ পাটোয়ারি মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত। এদিকে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নিহত জঙ্গি আব্দুল্লাহ্’র সহযোগি আলমগীরকে ৬টি তাজা ককটেল ও দু’টি ধারালো সামুরাইসহ গ্রেপ্তার করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ। দিনাজপুর আমলী আদালত ৬ এ হাজির করা হলে বিচারক গোপালচন্দ্র তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি আলমগীরকে আটক করা হয়। পুলিশের ধারণা, ঢাকার কল্যাণপুরের জাহাজ বাড়িতে নিহত জঙ্গি আব্দুল্লাহ্ হত্যার প্রতিশোধ নিতে জঙ্গি আলমগীর নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো।