জঙ্গি হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম-জিয়াকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

Slider জাতীয়

file

 

সাম্প্রতিক জঙ্গি হামলার ‘মাস্টারমাইন্ড’ সন্দেহ করে কানাডা প্রবাসী তামিম চৌধুরী ও সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা মেজর জিয়াকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে পুলিশের আইজি শহিদুল হক এ দুই জনকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। এ বিষয়ে তথ্য দাতার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার নেপথ্যে থাকাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ইতোমধ্যে দুইজন মাস্টারমাইন্ড চিহ্নিত হয়েছে। তাদের একজন আনসার উল্লাহ বাংলা টিমের নেতৃত্ব দিচ্ছে সেনা বাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জিয়া অন্যজন সাবেক জেএমবি সদস্য তামিম চৌধুরী। এই দুইজন পেছন থেকে জঙ্গি কার্যক্রম এবং হামলার কলকাঠি নাড়ছে। এদেরকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ২০ লাখ করে পুরষ্কার দেয়া হবে। তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। তিনি আরও বলেন সাম্প্রতিক তিন অপারেশনের মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে। গুলশান হামলার পর আলোচিত হাসনাত করিমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে আমাদের নলেজে আছে। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *