গ্রাম বাংলা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে সারা দেশে ডাকা জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের শেষ দফা শুরু হবে রোববার সকাল ছয়টা থেকে। চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত। এদিকে বিচারপতিদের অভিশংসন বিলের প্রতিবাদে সোমবার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
বুধবার এ সংক্রান্ত রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে জামায়াত।
বুধবার সকালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।
এদিকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি জানান, বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে।
বিএনপির এই সকাল-সন্ধ্যা হরতালের ফলে সারাদেশে রোববার ভোর ছ’টা থেকে টানা দু’দিন হরতালের ঘোষণা হয়ে গেলো। কেননা, মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আমৃত্যু কারাদণ্ডাদেশ’ দেওয়া প্রতিবাদে গত বুধবার ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয় জামায়াত।
সেই ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ছ’টা থেকে শুক্রবার ভোর ছ’টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হয়। দ্বিতীয় দফায় রোববার ভোর ছ’টা থেকে সোমবার ভোর ছ’টা পর্যন্ত হরতাল হবে জামায়াতের। কার্যত জামায়াতের হরতাল শেষ হওয়া মাত্র সোমবার ভোর ছ’টা থেকে শুরু হবে বিএনপির হরতাল। এর ফলে টানা দু’দিনে সারাদেশ হরতাল পরিস্থিতি তৈরি হলো।
এর আগে দুপুরে নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত হয়।
সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল হরতালের ঘোষণা দেন।