গাজীপুরে পানি খেয়ে গার্মেন্টকর্মীর মৃত্যু, অসুস্থ শতাধিক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

g

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : মহানগরের ভোগড়া এলাকায় ম্যাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস (মাস্টার গার্মেন্টস) নামে একটি পোষাক প্রস্তুত কারখানায় প্রতিষ্ঠানের ট্যাংকি থেকে সরবরাহ করা পানি শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।

তবে একজন শ্রমিক মারা গেছেন মর্মে শ্রমিকেরা দাবি করলেও পুলিশ স্বীকার না করায় মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।  তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ১০টায় ওই ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা যায়, সকালের টিফিনের সঙ্গে কারখানার ট্যাংকি থেকে সরবরাহ করা পানি খেয়ে প্রথমে একজন শ্রমিক অসুস্থবোধ করে মাথা ঘুড়ে পড়ে যান। এই খবর শুনে আরো ২০/২৫ জনের একই অবস্থা হয়। ক্রমান্বয়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে।

সংবাদ পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

গাজীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ৬৫জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে বেড না থাকায় বারান্দায় তাদের চিকিৎসা চলছে। জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় রাফি জেনারেল হাসপাতালে ৮জন ও বোডবাজারের তারগাছ এলাকায় অবস্থিত তায়রুন্নেছা মেডিক্যালে আরো ২০ জন রোগী ভতি রয়েছেন।
গাজীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মনিরুজ্জামান  জানান, পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে শ্রমিকেরা হাসপাতালে ভতি হয়েছেন। এটিকে ফুড পয়জনিং বলা যেতে পারে।
এদিকে স্থানীয় সূত্রে নিহত শ্রমিকের নাম শাহিদা আক্তার বলে জানা গেছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় তায়রুন্নেছা হাসপাতালে মারা গেছেন বলে শ্রমিকেরা দাবি করলেও লাশ পাওয়া যায়নি।
কারখানার ম্যানেজার তাহমিনা বেগম জানান, সকালে কাজে যোগদান করার পর কারখানার পানির লাইনের পানি পান করার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। তবে শাহিদার মৃত্যু পানি পান করে নয়, অন্য কোনো অসুস্থতায় তার মৃত্যু হতে পারে।
ভোগরা পুলিশ ফাঁড়ির ইনচর্জ উপ-পরিদর্শক ইকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। তাহলেই ঘটনার সত্যতা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *