স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: কাপাসিয়ায় ডাকাতের দায়ের কোপে এক কৃষক নিহত ও তার ভাই স্ত্রীসহ আহত হয়েছেন ৩জন। ।
শনিবার ভোররাতে উপজেলার কাজলদিঘী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯ টায় কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ডাকাতের দায়ের কোপে নিহত কৃষক মফিজ উদ্দিন (৫০)। আহত ভাই রফিক উদ্দিন (৪০) ও রফিকের স্ত্রী নাজমা আক্তার (৩৫) আহত কে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রফিক উদ্দিনের শ্যালক সোহেল রানা জানান, কমপক্ষে ১৫ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে রফিক উদ্দিনের ঘরে ঢুকে। ডাকাতেরা রফিকের স্ত্রী নাজমা আক্তারের স্বর্ণালংকার লুটের সময় রফিক চিৎকার চেঁচামেচি করে বাধা দেয়। পাশের ঘর থেকে রফিকের বড় ভাই মফিজ উদ্দিন এসে ডাকাতদের আক্রমনের চেষ্টা করলে ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে মফিজ উদ্দিন ঘটনাস্থলে নিহত ও ছোট ভাই রফিক উদ্দিন গুরুতর আহত হয়।
ডাকাতেরা রফিক উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের গলা ও কান থেকে ছিঁড়ে স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
কাপাসিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, পুলিশ এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল কাপাসিয়া উপজেলার বৈলারকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩৩), আমীর আলীর ছেলে কমর উদ্দিন ড্রাইভার (৪৮) ও ভিটিপাড়া গ্রামের হাদিউল ইসলামের ছেলে সোহাগ (২২)।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মোসাব্বের জানান, রফিকুল ইসলাম বাম পায়ে জখম হয়েছেন। তিনি আশঙ্কামুক্ত।