ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহে ৮৭৭৭ জন পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদেরকে বরখাস্ত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাডোলু’র উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি। এরই মধ্যে ওই সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে বিচার বিভাগ ও সেনা বাহিনীর প্রায় ৬০০০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন জেনারেল। সিএনএনের এক প্রতিবেদনে ওইসব জেনারেলের পরিণতি তুলে ধরা হয়েছে। এক রিপোর্টে সাংবাদিক নিক রবার্টসন এ চিত্র তুলে ধরেন। তাতে দেখা যায়, একটি স্থানে দন্ডায়মাণ সেনা বাহিনীর সন্দেহভাজন ওইসব সদস্য। তাদের অনেকেরই মুখে, নাকে, চোয়ালে, কানের কাছে ক্ষত। লাল হয়ে আছে। কারো মাথায় রক্ত। তা ঢেকে রাখা হয়েছে পলিথিন জাতীয় কিছু একটা দিয়ে। এর মধ্যে রয়েছে অভ্যুত্থান চেষ্টার মূল হোতাদের অন্যতম জেনারেল আকিন ওজতুরক। দন্ডায়মান অবস্থায় তার ক্ষত তেমনটা বোঝা যায় না। তবে তাদেরকে যখন বের করে আনা হয় তখন দেখা যায় তাদের হাত পিছনে বাঁধা। জেনারেল ওজতুরকের ডান কানে তুলা বা ব্যান্ডেজ লাগানো। প্রতিজনেরই হাত পিছনে বাঁধা। এ অবস্থায় তাদেরকে নামিয়ে আনা হয় গাড়ি থেকে। নিরাপত্তা রক্ষাকারীরা তাদের ঘাড় ধরে জোর কদমে হাঁটিয়ে নিয়ে যান। এ সময় তারা মাথা নিচু করে হেঁটে যান। ওদিকে তাদের মৃত্যুদন্ড দেয়ার স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা।