কর ফাঁকির মামলায় আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি লিওনেল মেসি এবং তার বাবা জর্জ হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়ে স্পেনের আদালত।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, মেসির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মোট তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আদালতের রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।
তবে স্পেনের আইন অনুযায়ী, দুই বছরের কম মেয়াদের কারাদণ্ড হলে আসামিকে জেলবাসের বদলে বিকল্প শাস্তি দেওয়া হয়। এই কারণে মেসি ও তার বাবাকে জেলে পাঠানো হবে না বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ।
সরকারি আইনজীবীদের অভিযোগ, বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন।
২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।
জন্মস্থান আর্জেন্টিনার রোসারিও থেকে ২০০০ সালে বার্সেলোনায় চলে আসেন মেসি। ২০০৫ সালে তিনি স্পেনের নাগরিকত্ব পান।