গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশের সামনে ৪৮৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরির পরপরই ৪ উইকেটে ২৬৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। এখন বাংলাদেশকে প্রায় দেড় দিন টিকে থাকতে হবে, নয়তো পাহাড়সম রান করতে হবে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৮০ রানের জবাবে বাংলাদেশ করেছিল ১৬১ রান।
চন্দরপল ১০১ রানে অপরাজিত থাকেন। এটা ছিল তার ৩০তম টেস্ট সেঞ্চুরি। এ নিয়ে ১০ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি হাঁকালেন। এটা চন্দরপলের ১৫৮তম টেস্ট। আজ তিনি ৬৩ রান নিয়ে ব্যাট শুরু করেছিলেন।