শাহজালালে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

Slider জাতীয়

airport-sm20160705185147

 

 

 

 

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার তানজিনা আখতার।

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে ভেতরে এপিবিএন’র নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। বিমানবন্দরের প্রতিটি প্রবেশ পথেই এপিবিএন’র একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিমানবন্দরের একটি সূত্র বাংলানিউজকে জানায়,  গুলশানের রেস্টুরেন্টে হামলার ঘটনার পর থেকেই শাহজালালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

আগে শাহজালালের ভেতর ৩০০ পুলিশ সদস্য নিরাপত্তা দিলেও বর্তমানে এই সংখ্যা ৪০০তে উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য, ১ জুলাই গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ১৭জন বিদেশিসহ ২৮ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *