স্ত্রীদের নিয়ে সমস্যায় প্রেসিডেন্ট জুমা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

71276_Jacob-Zuma-and-Tobeka-Mad-011
গ্রাম বাংলা ডেস্ক: বর্তমান তৃতীয় স্ত্রী তোবেকা মাদিবার সাথে জ্যাকব জুমা
একই টিভি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে এসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুই স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেছে। তাদের শান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে টিভিকর্মীদের।

অবশ্য জুমার দুই স্ত্রীকে একসাথে উপস্থিত করার কোনো ইচ্ছা সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের (এসএবিসি) ছিল না। তারা আগস্টে জেন্ডার ইস্যু নিয়ে আলোচনার জন্য জুমার বর্তমান তৃতীয় স্ত্রী তোবেকা মাদিবা ও চতুর্থ স্ত্রী বোঙ্গি এনজেমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আশা করেছিল, তাদের একজন না একজন আসবেনই। কিন্তু অনুষ্ঠানের সময় দেখা গেল, উভয়েই স্টুডিওতে এসে উপস্থিত, সামান্য সময়ের ব্যবধানে। তারপর শুরু হলো ‘মধুর’ বাক্যবর্ষণ। তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা টিভিকর্মীদেরও গালমন্দ করেন। তারা অভিযোগ করেন, তাদেরকে নাজেহাল করতেই তারা পরিকল্পিতভাবে একাজ করেছে।
তারা যে অনুষ্ঠানের জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন, সেটাই শেষ পর্যন্ত বাতিল করতে হয়। তারা একসাথে বা আলাদাভাবে সাক্ষাতকার দিতে অস্বীকার করেন।

জুলু গোত্রের বহুবিবাহের প্রথা অনুসরণ করে জুমা (৭২) ছয়টি বিয়ে করেছেন। বর্তমানে তার চার স্ত্রী ও ২১ সন্তান রয়েছে। ২০০০ সালে তার এক স্ত্রী আত্মহত্যা করেন। তার অপর এক সাবেক স্ত্রী এনকোসাজানা ডেলামিনি-জুমা বর্তমানে আফ্রিকান ইউনিয়নের প্রধান। অনেকেই মনে করেন, তিনি হচ্ছেন ভবিষ্যত দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট।

জুমার অস্বাভাবিক জীবনযাত্রার কারণে প্রায়ই সমস্যায় পড়তে হয় সরকারি কর্মকর্তাদের। বিশেষ করে রাষ্ট্রীয় ডিনারগুলোতে তার সঙ্গী কে হবেন, তা নিয়েও হয় জটিলতা।
সূত্র : গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *