বাসাতেও সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ

Slider জাতীয়

 

2015_10_26_12_48_08_ARJLZwLGW9OKPKyb5MzksKmSKakSSE_original

 

 

 

 

ঢাকা : অপরাধ রুখতে সকল প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৮ জুন) মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ঢাকায় অপরাধ করে কেউ পার পাবে না। ইতোমধ্যে সারা শহর সিসি টিভির আওতায় নিয়ে আসার কাজ চলছে। উন্নত বিশ্বের দেশগুলোর মতো কম্পিউটারের বাটন টিপেই সব তথ্য জানা যাবে।

তিনি আরো বলেন, ‘ভাড়াটিয়াদের যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে আমরা অনেক অপরাধীদের শনাক্ত করতে পেরেছি।

মোহাম্মদ কিছুদিন আগের একটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, ‘সেই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিলো না তবে সিসি ক্যামেরার ফুটেজ আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি।

এসময় জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এদেশে কোনো জঙ্গিবাদ চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত রুখে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *