রাষ্ট্রীয় মালিকানার মুঠোফোন অপারেটর টেলিটকে থ্রিজি নেটওয়ার্ক গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে ‘থ্রিজি প্রযুক্তি চালুকরণ ও ২ দশমিক ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ (ফেজ-২)’ শীর্ষক নতুন এ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পে ব্যয় হবে ৬৭৬ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প ছাড়াও আরও ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৫টি প্রকল্প বাস্তবায়নে আড়াই হাজার কোটি টাকা ব্যয় হবে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, থ্রিজি প্রযুক্তি চালুকরণ ও ২ দশমিক ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ (ফেজ-২) প্রকল্প প্রান্তিক পর্যায়ের মানুষ টেলিটকের সম্প্রসারিত নেটওয়ার্কের সেবা পাবেন।