টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

Slider জাতীয়

 

2016_03_01_10_51_12_R2b1raUX1aiGW2yGCld3criY3zgPkv_original

 

 

 

 

 

কক্সবাজার : জেলার টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত বোট।

শুক্রবার ভোর রাত পৌনে ৫টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল সমুদ্র সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে সমুদ্র পথে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যরা এসময় মুন্ডারডেইল সমুদ্র সৈকতের কিনারায় ইঞ্জিন চালিত একটি বোটে তল্লাশি চালিয়ে ২টি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে পাওয়া যায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা।

তিনি জানান, পাচারকারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত বোটটি জব্দ করা হয়েছে।

বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *